Advertisements
বিনায়ক দামোদর সাভারকর।
• উত্তর মহারাষ্ট্রের বিপ্লববাদী আন্দোলন তথা ভারতের জাতীয় বিপ্লববাদী আন্দোলনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। বাল্যকাল থেকেই তিনি বিভিন্ন বৈপ্লবিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯০০ খ্রীষ্টাব্দে 'মিত্র মেলা'য় যোগদান করেন এবং ১৯০৪ খ্রীষ্টাব্দে ‘অভিনব ভারত 'নামক সংস্থা স্থাপন করেন। এরপর তিনি নাসিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। পরে লণ্ডনে চলে গিয়ে শ্যামজী কৃষ্ণবর্মার ‘ইন্ডিয়া হাউস’ নামক সংস্থার বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হন। বিপ্লবী মদনলাল ধিংড়া কার্জন উইলি-কে হত্যা করার পর সাভারকর গ্রেপ্তার হন। এরপর আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ছাড়া পাবার পর হিন্দু মহাসভায় যোগদান করেন এবং এর সভাপতি হন। ১৯৬৬ খ্রীষ্টাব্দে তিনি পরলোক গমন করেন।
0 Comments