Advertisements
কোমাগাতামারু।
• উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একটি চাঞ্চল্যকর ঘটনা হল কোমাগাতামারু নামে এক জাপানী জাহাজের কার্যকলাপ। কানাডার প্রবাসী ভারতীয় শিখদের একটি দল এই জাহাজে ভারতের অভিমুখে যাত্রা করেন এবং ১৯১৪ খ্রীষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর কলকাতার কাছে বজবজে অবতরণ করেন। এরপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং ২২ জন মারা যান। এই মর্মান্তিক ঘটনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে।

0 Comments