কংগ্রেসের প্রথম পর্বের সময়কে নরমপন্থী পর্ব বলা হয় কেন?
উত্তর : জাতীয় কংগ্রেসের প্রথম কুঁড়ি বৎসর সময় (১৮৮৫-১৯০৫ খ্রীঃ) নরমপন্থী পর্ব নামে পরিচিত। কারণ এই সময় কংগ্রেসের নেতৃবৃন্দ উদারনৈতিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন। এই পর্বের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাদাভাই নৌরজী, বদরুদ্দীন তায়েবজী, ফিরোজশাহ মেহতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, আনন্দ চারলু, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ। এই সব নেতারা মনেপ্রাণে বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে মঙ্গলজনক। তাঁদের ধারণা ছিল এই মুহূর্তে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো সম্ভব নয়। ধীরে ধীরে ভারত নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে। প্রসঙ্গত বলা যায়, এই পর্বে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ছিল দুর্বল, সক্রিয় আন্দোলনমুখী কার্যকলাপ পরিচালনার জন্য উপযুক্ত মজবুত সংগঠন কংগ্রেসের ছিল না। দুঃখের কথা এই পর্বের নেতারা ব্রিটিশ শাসনের প্রতি সহযোগিতার মনোভাব দেখালেও তাঁরা ব্রিটিশ কর্তৃপক্ষের মন টলাতে পারেননি। এর ফলে তাঁদের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

0 Comments