Ad Code

কংগ্রেসে সংগ্রামী জাতীয়তাবাদের উদ্ভব হইয়াছিল কেন?




Advertisements

 কংগ্রেসে সংগ্রামী জাতীয়তাবাদের উদ্ভব হইয়াছিল কেন?

• উত্তর : জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে অনুসৃত নিয়মতান্ত্রিক আন্দোলন ব্রিটিশ সরকারের কাছ থেকে নায্য দাবি দাওয়া পূরণে ব্যর্থ হয়। স্বভাবতই আবেদন-নিবেদন নীতির পরিবর্তে এক সক্রিয় কঠোর নীতি ও পন্থা অবলম্বনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। কংগ্রেসের ভেতরে এইভাবে আপোষহীন সংগ্রামী মনোভাব গড়ে ওঠে এবং সরকারের কৃপার উপর নির্ভর না করে আত্মশক্তির ভিত্তিতে জাতীয় আন্দালন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হল।


বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল প্রমুখ সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। এরা প্রত্যেকেই আত্মত্যাগ ও আত্মশক্তির মাধ্যমে স্বরাজ অর্জন চেয়েছিলেন। নরমপন্থীদের মত ধীর গতিতে ছিটে ফোঁটা সংস্কার লাভের নীতি অপাংক্তেয় মনে হল। সংগ্রামশীল জাতীয়তাবাদ বাংলায় স্বদেশী আন্দোলনের সময় বলিষ্ঠ আকার ধারণ করে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments