Advertisements
লৌহ যুগের প্রচলন।
উত্তর : অনুমান করা হয়, খ্রীষ্টপূর্ব দেড় হাজার বছর আগে বিশ্বে লৌহ যুগের সূচনা হয়। ভারতে বৈদিক যুগে লৌহের প্রচলন হয়। লোহার প্রচলনের ফলে বন জঙ্গল কেটে বসতি স্থাপন ও কৃষি কার্যের প্রসার সম্ভব হয়। গঙ্গা অববাহিকা অঞ্চলে সভ্যতার প্রসারে লোহার অবদান অনস্বীকার্য।

0 Comments