Advertisements
উত্তর: (১) সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ। (২) সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক কিন্তু বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক। (৩) সিন্ধু যুগে লোহার ব্যবহার অজানা ছিল কিন্তু বৈদিক যুগে নিত্য প্রয়োজনেও লোহা ব্যবহৃত হত। (৪) সিন্ধু সভ্যতায় মৃত দেহকে কবর দিয়ে সমাধিস্থ করা হত, কিন্তু বৈদিক যুগে মৃতদেহ দাহ করা হত।

0 Comments