২৬শে জানুযারী (১৯৫০ খ্রীঃ) গুরুত্বপূর্ণ কেন?
• উত্তর : ১৯৪৭ খ্রীষ্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ডঃ বি. আর. আম্বেদকরের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রস্তুত কমিটি গঠিত হয়। তিন বছরের দীর্ঘ আলাপ আলোচনা ও চিন্তা-ভাবনার পর যে সংবিধান রচিত হয় তা ভারতীয় সংবিধান হিসেবে গণ-পরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৫০ খ্রীষ্টাব্দের ২৬শে জানুয়ারী এই নতুন সংবিধান প্রবর্তিত হয়। এই প্রসঙ্গে স্মরণীয় যে, পরাধীন ভারতে ১৯৩০ খ্রীষ্টাব্দের ২৬শে জানুয়ারী দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদীন ধরে ২৬শে জানুয়ারী একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই দিনের স্মৃতি হিসেবে স্বাধীন ভারতে জাতীয় জীবনে এই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই ১৯৫০ খ্রীষ্টাব্দে ২৬শে জানুয়ারী ভারতের সংবিধান কার্যকর করা হয়। সংবিধান অনুসারে ভারত একটি ‘সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র 'রূপে আত্মপ্রকাশ করে—অর্থাৎ এদিনে ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। তাই ২৬শে জানুয়ারী দিনটি ভারতে প্রতি বছর ‘প্রজাতন্ত্র দিবস' হিসেবেও পালিত হয়।

0 Comments