Ad Code

বাঘা যতীন স্মরণীয় কেন?




Advertisements

 ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঘা যতীনের নাম কেন স্মরণীয়?

অথবা, বাঘা যতীন স্মরণীয় কেন?

• উত্তর : বাংলার বিশিষ্ট বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৮০-১৯১৫ খ্রীঃ) বাঘা যতীন নামে পরিচিত। তিনি ছিলেন বাংলার অন্যতম গোপন বৈপ্লবিক সংস্থা ‘যুগান্তর' গোষ্ঠীর অন্যতম নেতা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে (১৯১৪ খ্রীঃ) বাঘা যতীন তাঁর সহকর্মীদের নিয়ে বিদেশ থেকে অস্ত্র আমদানি করে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা গ্রহণ করেন। বিপ্লবীদের কাছে এই মর্মে খবর আসে যে, জার্মানী থেকে মাভেরিক ও আরও দুটি জাহাজে অস্ত্র ভারতে পাঠানো হচ্ছে এবং তা সুন্দরবনের রায়মঙ্গল ও উড়িষ্যার বালেশ্বরের কাছে নামানো হবে। এই সংবাদের ভিত্তিতে বাঘা যতীন তার দলবল নিয়ে উড়িষ্যার বালেশ্বরে আসেন। কিন্তু দুর্ভাগ্যের কথা মাভেরিক জাহাজ ভারতে এসে পৌঁছল না এবং সেই সঙ্গে ষড়যন্ত্রের কথা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত বালেশ্বরের কাছে বুড়িবালাম নদীর তীরে সরকারী সৈন্যবাহিনীর সঙ্গে বাঘা যতীন ও তাঁর সহযোগী বিপ্লবীরা সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হন (সেপ্টেম্বর ১৯১৫ খ্রীঃ)। বাঘা যতীন এই সংঘর্ষে প্রাণ বিসর্জন দিলেন। বাঘা যতীনের অমর আত্মত্যাগ ভারতের বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments