Advertisements
ভারতের জাতীয় পতাকা।
• উত্তর : ভারতীয় গণ-পরিষদ বা সংবিধান সভা ভারতের জন্য যে জাতীয় পতাকা অনুমোদন করেন ভারতীয় প্রজাতন্ত্র সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করেছে। ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত পতাকার ওপরে গেরুয়া, মাঝে সবুজ ও মধ্যে সাদা রঙ শোভিত। মাঝের সাদা অংশের ভেতরে গাঢ় নীল রঙের চব্বিশটি দণ্ড অশোকচক্র নামে খ্যাত। পতাকার তিনটি রঙ তিনটি আর্দশের প্রতীক— গেরুয়া রঙ ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা রঙ শান্তি ও সত্যের প্রতিভু আর নিচের সবুজ রঙ বিশ্বাস ও শৌর্যের প্রতিফলন। মাঝখানে ২৪টি দণ্ডের অশোক চক্র ন্যায় ও ধর্মের ইঙ্গিত। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল ৩:২।

0 Comments