Advertisements
শুষ্ক ও আর্দ্র বেরিবেরির মধ্যে পার্থক্য কি ?
বেরিবেরি ভিটামিন B। অর্থাৎ থিয়ামিনের অভাবে হয়। শুষ্ক বেরিবেরিতে প্রান্তীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হয় এবং পেশীর ক্ষয় লক্ষ্য করা যায়। ফলে মানসিক অবসাদ, ওজন হ্রাস, আফ্রিক অবক্ষয় ইত্যাদি লক্ষণ প্রকাশিত হয়।
আর্দ্র বেরিবেরিতে স্নায়ুতন্ত্রের গোলযোগ সহ হৃৎপিণ্ডের প্রসারতা বৃদ্ধি পায়। ফলে দ্রুত অথচ মৃদু হৃহৃদস্পন্দন, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
0 Comments