Advertisements
ক্যাটেগরি কাকে বলে ?
উত্তর: জীবদের পর্ব, বর্গ, শেণি, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদির ওপর ভিত্তি করে তাদের পৃথক পৃথক গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে শ্রেণিবিন্যাস করা হয়। শ্রেণিবিন্যাসগুলি কতকগুলি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। এই স্তর বা ধাপগুলিকে ক্যাটেগরি বলে। যেমন— পায়রা (প্রজাতি), অ্যাভিস (শ্রেণি) এবং প্রাণী (রাজ্য)।
0 Comments