Advertisements
ট্যাক্সন কাকে বলে ?
উত্তর: হায়ারার্কি-ভিত্তিক শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে শ্রেণিবিন্যাসের প্রতিটি স্তরে কোনো জীবকে গোষ্ঠীভূত করার গোষ্ঠীগত একককে ট্যাক্সন বলে। ট্যাক্সন হল শ্রেণিবিন্যাসের একক, যেমন—প্রজাতি, গণ, গোত্র, বর্গ প্রভৃতি। হায়ারার্কির সকল ট্যাক্সনগুলিকে একত্রে ট্যাক্সা (Taxa) বলে।
0 Comments