Advertisements
স্বভোজী ও পরভোজী
স্বভোজী
(i) স্বভোজীরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে সক্ষম।
(ii) এদের দেহে ক্লোরোফিল থাকে।
(iii) এরা সরল খাদ্য থেকে পুষ্টি লাভ করে।
( iv) এদের পুষ্টি অটোফাইটিক পুষ্টি।
(v) এরা দুই প্রকারের সালোক সংশ্লেষকারী ও রসায়ন-সংশ্লেষকারী।
(vi) পুষ্টি পদ্ধতিতে দুটি পর্যায় বর্তমান— সংশ্লেষ ও আত্তীকরণ।
পরভোজী
(i) পরভোজীরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে অক্ষম।
((ii) এদের দেহে ক্লোরোফিল থাকে না।
(iii) এরা জটিল খাদ্য থেকে পুষ্টি লাভ করে।
(iv) এদের পুষ্টি হেটেরোট্রফিক পুষ্টি।
(v) এরা বিভিন্ন প্রকারের পরজীবী, মৃতজীবী, মিথোজীবী, পতঙ্গভুক এবং হলোজোয়িক।
(vi) পুষ্টি পদ্ধতিতে পাঁচটি পর্যায় বর্তমান— খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ।
0 Comments