Advertisements
পরজীবী ও পরভোজী
পরজীবী
(i) পুষ্টির জন্য পরজীবীরা জীবিত পোষকের ওপর নির্ভরশীল।
(ii) পোষকের দেহ থেকে সরাসরি সরল খাদ্য শোষণ করে।
(iii) পোষকের ক্ষতিসাধন করে।
(iv) সব পরজীবীই পরভোজী।
(v) স্বর্ণলতা, র্যাফ্লেসিয়া ইত্যাদি পরজীবী উদ্ভিদের উদাহরণ। কৃমি, উকুন ইত্যাদি পরজীবী প্রাণীর উদাহরণ।
পরভোজী
(i) পুষ্টির জন্য পরভোজীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। বা (ii) উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে জটিল খাদ্য গ্রহণ করে।
(iii) পোষকের ক্ষতিসাধন করতে পারে, নাও করতে পারে।
(iv) সব পরভোজী পরজীবী নয়।
(v) ছত্রাক, মিউকর ইত্যাদি পরভোজী উদ্ভিদের উদাহরণ। ব্যাঙ, মানুষ ইত্যাদি পরভোজী প্রাণীর উদাহরণ।
0 Comments