Advertisements
রেনিন এবং রেনিন-এর পার্থক্য কি?
→ রেনিন (renin) বৃক্কের গ্লোমেরিউলাস সন্নিহিত কোষ থেকে নিঃসৃত একপ্রকার প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক এবং হরমোন বিশেষ। ইহা প্লাজমার গ্লোবিউলিনকে বিশ্লিষ্ট ক'রে অ্যানাজিওটেনসিন উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তচাপকে বাড়াতে সাহায্য করে। অপরপক্ষে, রেনিন (rennin) একপ্রকারের দুগ্ধ প্রোটিন, বিশিষ্টকারী উৎসেচক, মানুষ ছাড়া অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলী থেকে নিঃসৃত হয়।
0 Comments