Advertisements
ত্রিকোণমিতিক কোণ : সামতলিক জ্যামিতিতে দুটি পরস্পরছেদী সরলরেখা যে কোণ উৎপন্ন করে সেই কোণকে ০° থেকে 360° এর মধ্যে পরিমাপ করা হয়। কিন্তু ত্রিকোণমিতিতে 360° -এর থেকেও বেশি যে-কোনাে পরিমাপের কোন সম্বন্ধে আলােচনা করা হয়। আবার, ত্রিকোণমিতিতে একটি কোপ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।

0 Comments