Advertisements
ধনাত্মক ও ঋণাত্মক কোণ: কোনাে সরলরেখা ঘড়ির কাটার বিপরীতে ঘুরে কোনাে নির্দিষ্ট সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে| আবার, কোনো সরলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোনাে স্থির সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ঋণাত্মক কোণ বলে।

0 Comments