Advertisements
“সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্যপদার্থ রেচন পদার্থ নয়”-ব্যাখ্যা করো।
উত্তর : বর্জ্য পদার্থ (যেমন—মল) যা দেহ থেকে সৃষ্ট হয় এবং দেহের পক্ষে যা খুবই ক্ষতিকর। এক্ষেত্রে মল বর্জ্যপদার্থ হলেও তা বিপাকের ফলে সৃষ্টি হয় না। তাই মল বর্জ্যপদার্থ হলেও তা রেচন পদার্থ নয়। অপরপক্ষে রেচনপদার্থ (যেমন—মূত্র) তা বিপাকীয় ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। তাই মূত্র রেচন পদার্থ।

0 Comments