Advertisements
উদ্ভিদের রেচনের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্ভিদের রেচনের দুটি বৈশিষ্ট্য হল— @ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে নির্দিষ্ট কোশে কেলাস বা কলয়েডরূপে সঞ্চিত করে রাখতে পারে। উদ্ভিদ রেচন পদার্থগুলিকে প্রয়োজনবোধে পুনরায় শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করতে পারে।

0 Comments