Advertisements
জীবদেহের সুস্থতা রক্ষার্থে রেচনের গুরুত্ব লেখো।
উত্তর: রেচন পদার্থ ক্ষতিকর তাই দেহ থেকে রেচন পদার্থ অপসারিত হলে দেহের স্বাভাবিক সুস্থতা বজায় থাকে। দহে রেচন পদার্থ জমা থাকলে দেহকোশে যে-জৈবনিক ক্রিয়াগুলি চলতে থাকে তা বাধাপ্রাপ্ত হয় এবং জীবদেহ অসুস্থ হয়ে পড়ে।

0 Comments