Advertisements
প্রাচীন ভারতে গুরুকুল বা গুরুকুল শিক্ষাব্যৰন্দা কেমন ছিল ?
উত্তর প্রাচীন ভারতে বিশেষত বৈদিক যুগে গুরুকুল শিক্ষাব্যবস্থা প্রচলিত ছিল। প্রথম জীবনে ব্রাহ্মণ সন্তানরা গুরুগৃহে থেকে শিক্ষালাভ করত। এই অধ্যায়কে বলা হয় ব্রম্মচর্যাশ্রম।
ছাত্ররা গুরুর কাছে বেদ অধ্যয়ন করত। তবে এই বেদ শুনে শুনে মুখস্থ করতে হত। বেদ ছাড়া ব্যাকরণ, ছন্দ, জ্যোতির্বিদ্যাও অধ্যয়ন করতে হত। এ ছাড়া ছাত্ররা অস্ত্রচালনা ও শরীরচর্চার পাঠও নিত।
এই শিক্ষাব্যবস্থা ছিল গুরু-শিষ্য সম্পর্ককেন্দ্রিক। শিক্ষালাভের জন্য ছাত্রদের কোনাে অর্থ দিতে হত না। তবে অন্যভাবে গুরুদক্ষিণা দেওয়ার প্রথা ছিল। ছাত্ররা গুরুকে ভীষণভাবে শ্রদ্ধা করত। গুরুগৃহের অনেক কাজ ছাত্ররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত।

0 Comments