Advertisements
গুপ্ত যুগে সাহিত্যচর্চার পরিচয় দাও।
উত্তর: গুপ্ত যুগে সাহিত্যচর্চার মান ছিল খুব উন্নত। এ যুগে নাটক, অভিধান ও বিজ্ঞান বিষয়ের কথা জানা যায় বিভিন্ন লেখা পত্রে। কালিদাসের মতাে বিখ্যাত কবির আবির্ভাব এ যুগে ঘটে। তাঁর লেখা মেঘদূতম, কুমারসম্ভবম বিখ্যাত দুটি কাব্য এবং অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম দুটি বিখ্যাত নাটক। তাঁর রচনার মধ্যে তৎকালীন সমাজ ও প্রকৃতির নানা দিক ফুটে উঠেছে। শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের প্রধান বৈশিষ্ট্য হল চরিত্রগুলিতে সব সাধারণ মানুষের সুখ-দুঃখ, যন্ত্রণাগুলি ফুটে উঠেছে। বিশাখদত্তের মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু ছিল গুপ্তদের সঙ্গে শকরাজাদের যুদ্ধ, অমর সিংহের সংকলিত অমরকোশ নামে অভিধান এই সময়েই রচিত হয়েছিল।

0 Comments