Advertisements
প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থার পরিচয় দাও।
উত্তর: বেদের যুগের শিক্ষা ছিল ব্যক্তিগত। গুরু-শিষ্য সম্পর্ককেন্দ্রিক শিক্ষা মুখে মুখে প্রচলিত ছিল। গুরু ছান্দস ভাষায় তাঁর শিষ্যকে পাঠ দিতেন।
** বৌদ্ধ শিক্ষা: বৌদ্ধ শ্রমণ ও ভিক্ষুরা বিহার বা সংঘে লেখাপড়া শিখত।বিহারগুলিতে ধর্মীয় বিষয় ছাড়াও কৃষি, চিকিৎসা, রাজ্যশাসন, তির ও তরবারি চালানাে, কুস্তি, সুতােকাটা, কাপড়বােনা ইত্যাদি তাদের শিখতে হত।
** ব্রাত্মণ্য শিক্ষা: সমাজে বর্ণভেদপ্রথার সৃষ্টি হলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য পৃথক পৃথক বিষয়গুলির চর্চা হত।
* গুপ্ত যুগের শিক্ষা: গুরুকুল এবং আশ্রমের শিক্ষা এই সময় থাকলেও রাজাদের চেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা প্রচলিত হয়। পাঠ্য বিষয়ের মধ্যে লিপি, ভাষা, কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ, রাজনীতি বিষয়ে শিক্ষাচর্চা চলত।

0 Comments