Advertisements
মৌর্য সাম্রাজ্যের সঙ্গে অন্যান্য সাম্রাজ্যের দূত বিনিময় ব্যবস্থা কেমন ছিল?
উত্তর: প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য অংশের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল দূত বিনিময় ব্যবস্থা। মৌর্য রাজাদের সময়ে এই ব্যবস্থা বিশেষভাবে প্রচলিত ছিল। সেলিউকাসের দূত মেগাস্থিনিস, ডায়ামাকাস মৌর্য দরবারে গিয়েছিলেন। টলেমি দূত হিসেবে পাঠিয়েছিলেন ডায়োনিসিয়াসকে। বিন্দুসারের সময়ে সিরিয়ার সঙ্গে দূতের মাধ্যমে যোগাযোগ গড়ে ওঠে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিরিয়া, মিশর, ম্যাসিডন, সিংহল প্রভৃতি দেশে দূত পাঠিয়েছিলেন।

0 Comments