Advertisements
রেশমপথ কী?
উত্তর: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। জলপথ ও স্থলপথে এই বাণিজ্য রোম সাম্রাজ্য ও ভূম ধ্যসাগরের পূর্বদিকে চিন ও ভারতের মধ্যে চলত। বাণিজ্যিক দ্রব্যের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ছিল চিনের রেশম। এই রেশম তাকলামাকান মরুভূমি পার হয়ে দুটি পথে নিয়ে আসা হত। পথ দুটি কাশগড়ে গিয়ে মিশত। সেখান থেকে বিভিন্ন পথ ধরে রেশম পৌঁছোেত ভূমধ্যসাগরের পূর্বদিকের এলাকায়। খ্রিস্টীয় উনিশ শতক নাগাদ এই পথ রেশমপথ নামে পরিচিত হয়।

0 Comments