Advertisements
গন্ডোফারনেস সম্পর্কে কী জানো ?
উত্তর: গন্ডোফারনেস ছিলেন একজন পহ্লব রাজা। তিনি আনুমানিক ২০ অথবা ২১ খ্রিস্টাব্দ নাগাদ শকদের হারিয়ে উত্তর-পশ্চিম ভারতে রাজত্ব শুরু করেন। গন্ধার ও পাঞ্জাবের অংশবিশেষ এবং সিন্ধু প্রদেশের বিস্তৃর্ণ এলাকা জুড়ে তাঁর সাম্রাজ্য গড়ে উঠেছিল। তিনি নিজের মুদ্রায় রাজাধিরাজ্ উপাধি ব্যবহার করতেন। কিন্তু তাঁর মৃত্যুর পর পহ্লব সাম্রাজ্য ধ্বংস হয়।

0 Comments