Advertisements
সেক ও শক কাদের বলা হয় ?
উত্তর: খ্রিস্টপূর্ব ১৩০ অব্দ নাগাদ মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকট্রিয়ার গ্রিক শাসনের সমাপ্তি ঘটে। স্কাইথীয়রা ছিল এই গোষ্ঠীর প্রধান। ভারতীয় উপমহাদেশে এই স্কাইথীয়রাই সেক বা শক নামে পরিচিত ছিল।

0 Comments