Advertisements
পরিস্রুত ও অবশেষ বলতে কী বোঝো?
পরিস্রুত পরিস্রাবণ পদ্ধতিতে দ্রবণকে ফিলটার করার পর যে-তরল পদার্থ (দ্রাবক) পাওয়া যায়, তাকে পরিস্রুত বলে ৷
* অবশেষ পরিস্রাবণ পদ্ধতিতে দ্রবণকে ফিলটার করার পর ফিলটার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থকে (দ্রাব) বলে অবশেষ

0 Comments