Advertisements
বুস্টার ডােজ কাকে বলে ?
উত্তর: 'Boost' কথাটির অর্থ উজ্জীবিত করে। দেহে অধিকমাত্রায় অ্যান্টিবডি উৎপাদন করে অনাক্রম্যতাতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রথম ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় নির্জীব ভ্যাকসিন দেহে প্রবেশ করানােকে বলা হয় বুস্টার ডােজ।

0 Comments