Advertisements
DPT ভ্যাকসিন কী ?
উত্তর: DPT হল একটি সংযুক্ত টিকা। জীবাণু দ্বারা উৎপন্ন টক্সিনকে নিষ্ক্রিয় করে প্রযুক্ত একপ্রকার টক্সয়েড টিকা হল DPT | ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এই টিকা। শিশুর জন্মের পর যষ্ঠ, দশম এবং চতুর্দশ সপ্তাহে এই ভ্যাকসিন দেওয়া হয় এবং একটি বুস্টার ডােজ দেওয়া হয় 18-24 মাস বয়সে।

0 Comments