Advertisements
টিকাদানের গুরুত্ব লেখাে।
উত্তর: টিকাদানের গুরুত্ব ;
(1) টিকাদানের মাধ্যমে অ্যান্টিবডি উৎপন্ন হয় যা দেহের রােগ প্রতিরােধ ক্ষমতাকে বৃদ্ধি করে।
২) টিকাদানের মাধ্যমে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা গড়ে ওঠে।
৩) টিকাদানের মাধ্যমে রােগজীবাণুর সংক্রমণ থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়া যায়।

0 Comments