Advertisements
জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল
যেসব পদার্থকে বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বালিয়ে বা পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়, তাদের জ্বালানি বলে।
জীবজাত পদার্থ পুড়ে তাপশক্তি উৎপন্ন করে। যেমন—কাঠ, খড়, গোবর ইত্যাদি, এরা জৈব জ্বালানি।
আবার জীবের দেহাবশেষ বহু যুগ আগে কোটি কোটি বছর ধরে অগভীর সমুদ্রে জলের নীচে চাপা পড়ে গরম আর চাপে নানান পরিবর্তনের মাধ্যমে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-এ পরিণত হয়, এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে।

0 Comments