Advertisements
জীবাশ্ম বা ফসিল
জীবদেহের আংশিক বা সম্পূর্ণ প্রস্তরীভূত অবস্থা বা ছাপ বহুদিন ধরে ভৌত-রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিকভাবে ভূগর্ভের বিভিন্ন পাললিক শিলাস্তরে সংরক্ষিত হলে তাকে জীবাশ্ম বলে।
পাললিক শিলাস্তরে জলজ উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ বা দেহাংশ দীর্ঘকাল ধরে পলি চাপা পড়ে প্রচণ্ড চাপ বা তাপের প্রভাবে ধীরে ধীরে পাথরে পরিণত হয়, এভাবেই তৈরি হয় জীবাশ্ম । অশ্ম শব্দের অর্থ পাথর।

0 Comments