Advertisements
জীবাশ্ম জ্বালানির ব্যবহার :
A) কয়লার ব্যবহার
১) নিকৃষ্ট মানের কয়লা মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
২) কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়।
৩) বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরিতে, ধাতু নিষ্কাশনের কাজে কয়লা ব্যবহার করা হয়।
B) পেট্রোলিয়ামের ব্যবহার :
পেট্রোলিয়াম হল হাইড্রোজেন ও কার্বনের দ্রবণ, তরল একটি মিশ্রণ। একে পরিশোধন করার পর নানান জ্বালানি পাওয়া যায়।
।) পেট্রোলিয়ামের সাহায্যে বিমান, মোটরগাড়ি প্রভৃতি চালানো হয়।
ii) গ্যাসীয় জ্বালানি (LPG) রান্নার কাজে লাগে ৷
iii ) জ্বালানি ছাড়াও পেট্রোলিয়ামজাত যৌগ থেকে নানান ধরনের প্লাস্টিক, দ্রাবক, তেল, রং ইত্যাদি তৈরি করা হয়।
পেট্রোলিয়ামের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে ৷ এর প্রধান উপাদান মিথেন। সিলিন্ডারে ভরতি প্রাকৃতিক গ্যাস (CNG) দূষণ প্রতিরোধী ও পরিবেশবান্ধব।

0 Comments