Advertisements
পাললিক শিলা কিরূপে সৃষ্টি হয়?
উত্তর : ভূ-পৃষ্ঠের বিভিন্ন শিলা অনাবৃত অবস্থায় উত্তাপ, বৃষ্টিপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা চুণবিচূর্ণ হয়ে কাকর, বালি, কাদা প্রভৃতি পদার্থে পরিণত হয়। এই সমস্ত পদার্থ এবং নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ক্ষয়জাত পদার্থ হিমবাহ, বায়ুপ্রবাহ ও নদীর দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ, নদীর তলদেশ বা অন্যান্য নিম্ন অংশে স্তরে স্তরে সঞ্চিত হয়। কালক্রমে উপরের জলরাশি ও পলিস্তরের ভীষণ চাপে ও ভূগর্ভের তাপে পলিস্তর জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলা যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় সৃষ্টি হতে পারে এবং সেই হিসেবে পাললিক শিলাকে সংঘাত, পাইরােক্লাষ্টি ও অসংঘাত এই তিন শ্রেণীতে বিভক্ত করা যায়।

0 Comments