Advertisements
রূপান্তরিত শিলা কিরূপে সৃষ্টি হয়?
উত্তর: আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। নিশ্নলিখিত বিভিন্ন কারণে রূপান্তরিত শিলা সৃষ্টি হয় (১) অত্যধিক চাপ : ভূ-আলােড়নের ফলে সংঘটিত প্রবল চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলাসমূহ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়।
(২) অত্যধিক তাপ : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভ থেকে নির্গত প্রচণ্ড উত্তপ্ত গলিত পদার্থের সংস্পর্শে এলে অনেক সময় শিলার রূপান্তর ঘটে। তবে শিলার এই রূপান্তর খুব অল্প স্থান জুড়ে সংঘটিত হয়, এইজন্য এই রূপান্তরকে স্থানীয় রূপান্তরও বলে। তাপের ফলে এই রূপান্তর হয় বলে একে তাপ বা স্পর্শ রূপান্তরও বলা হয়।
(৩) রাসায়নিক প্রক্রিয়ার ফলে : অনেক সময় রাসায়নিক পরিবর্তনের ফলেও আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়

0 Comments