Advertisements
আগ্নেয়শিলা কিরূপে সৃষ্টি হয়?
উত্তর: উত্তপ্ত গলিত ধাতব পদার্থ (ম্যাগমা) ক্রমশ শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। পৃথিবী উত্তপ্ত ও তরল অবস্থা থেকে তাপ বিকিরণের মাধ্যমে শীতল হবার সময় এই প্রকার শিলার সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল। বিভিন্ন সময়ে অগ্ন্যুৎপাতের ফলে ভূ-অভ্যন্তর ভাগ থেকে নির্গত গলিত ধাতব পদার্থ বা লাভা ভূ-পূষ্ঠের বাইরে এসে বা ভূ-অভ্যন্তরে ভূ-ত্বকের বিভিন্ন অংশে শীতল হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয় ।

0 Comments