Advertisements
ভারতে শীতকাল শুষ্ক হওয়ার কারণ কি ?
উত্তর : ভারতে ডিসেম্বর-জানুয়ারী মাসে শীতকাল লক্ষ করা যায়। এই সময় সূর্য দক্ষিণ গােলাধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তখন উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এসময় উত্তর ভারতে উচ্চচাপের এবং দক্ষিণে সমুদ্রের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়। স্বভাবতই স্থলভাগ থেকে জলভাগের দিকে ধাবিত বাতাস উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় যাকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বলে। স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ুতে জলীয় বাষ্প থাকেনা, ফলে শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতে শীতকাল শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র চেন্নাই উপকূলে ডিসেম্বর মাসে কিছুটা বৃষ্টিপাত হয়।
0 Comments