শিলং অপেক্ষা মৌসিনরামে বৃষ্টিপাত বেশী কেন ?
উত্তর : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি মায়ানমার-আরাকান উপকূলে থাকা যেয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে পূর্ব ভারতে প্রবেশ করে। মেঘালয়ের খাসি পাহাড়ে বাধা পেয়ে বায়ুপ্রবাহ হঠাৎ অনেক উঁচুতে উঠে যায় এবং প্রবল শৈত্যে ঘণীভূত হয়ে খাসি পাহাড়ের দক্ষিণভাগে চেরাপুজীর নিকটবর্তী মৌসিনরাম অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায়। আবায়ু পাহাড়ে বাধা পেয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত করার পর আর জলীয়বাষ্প থাকে না। ঐ শুদ্ক বায়ু পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপরদিকে (অনুবাত ঢালে) গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না। পাহাড়ের অপর দিকের ঐ বর্ষণ-বঞ্চিত প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। চেরাপুঞ্জীর নিকটবর্তী মেঘালয়ের রাজ্যগুলি শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।
0 Comments