Advertisements
ভারতে প্রায়ই খরা ও বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন?
উত্তর : ভারতে মৌসুমী বায়ুপ্রবাহের ফলেই প্রধানত বৃষ্টিপাত ঘটে। দেশের মােট বৃষ্টিপাতের প্রায় ১০ শতাংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ুর দ্বারা সংঘটিত হয়। কিন্তু এই মৌসুমীবায়ু খুবই অনিশ্চিত। কারণ প্রতি বছর এই মৌসুমীবায়ু সমপরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে না। আবার এই মৌসুমীবায়ুর আগমন ও প্রত্যাগমন প্রতি বছর একই সময় ঘটে না। এর ফলে কোন বছর কম জলীয় বাষ্প আমদানি ও দেরীতে আসার ফলে ভারতে অনাবৃষ্টি বা খরা দেখা দেয়। আবার কোন বছর অধিক জলীয় বাষ্প আমদানি এবং দেরিতে প্রত্যাগমনের ফলে ভারতে অতি বৃষ্টি বা বন্যা লক্ষ করা যায়।
0 Comments