Advertisements
হলদিয়া বন্দরের বিশেষ বৈশিষ্ট্য কি?
উত্তর : জাহাজে মাল ওঠানাে নামানাের যান্ত্রিক পরিবহন ব্যবস্থা হলদিয়া বন্দরের প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম শ্রমিকের প্রয়ােজন হয়।এই বন্দরে ৬টি বার্থসমন্বিত একটি ডক রয়েছে। এই বার্থগুলাের মধ্যে দুটি কয়লার, একটি আকরিক লৌহের, একটি রাসায়নিক লারের, একটি পেট্রোলিয়ামের এবং বাকি বার্থটি সাধারণ জাহাজী পণ্যের। এছাড়া জাহাজ মেরামতের জন্য একটি ড্রাই ডক ও এখানে রয়েছে।

0 Comments