Advertisements
জীবাশ্ম কাকে বলে? এর দ্বারা আমাদের কি উপকার হয়?
উত্তর : পাললিক শিলা গঠন কালে অনেক সময় মৃত সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ প্রভৃতির পড়ে প্রস্তরীভূত হয়ে যায়, একে জীবাশ্ম বলে। জীবাশ্ম কেবল পাললিক শিলাতেই দেখতে পাওয়া বায়। জীবাশ্ম পৃথিবীর আদিকালের জীবজগৎ সম্পর্কে গবেষণার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীর উচ্চ পর্বতগুলি (হিমালয়, অ্যান্ডিজ, রকি প্রভৃতি) যে এককালে সমুদ্রের নীচে জমে থাকা পলি থেকে সৃষ্টি হয়েছিল, ভূ-তন্ত্ববিদেরা তা ঐ সমস্ত পর্বতের পাললিক শিলা থেকে পাওয়া জীবাশ্ম থেকে প্রমাণ করেছেন

0 Comments