Advertisements
নিউ ম্যাঙ্গালোের বন্দরের মাধ্যমে কি কি দ্রব্য আমদানী ও রপ্তানী করা
উত্তর : নিউ ম্যাঙ্গালাের বন্দরের মাধ্যমে বিদেশ থেকে খনিজ তৈল, সার, সিমেন্ট, খাদ্যশস্য প্রভৃতি আমদানীকরা হয় এবং চা, কফি, রাবার, কাজুবাদাম, লবণ, ম্যাঙ্গানীজ, বনজ দ্রব্য প্রভৃতি বিদেশে রপ্তানী করা হয়।

0 Comments