Advertisements
থর মরুভূমি সৃষ্টির কারণ কি ?
উত্তর: থর মরুভূমির ভৌগােলিক অবস্থান এই অঞ্চলে মরুভূমি সৃষ্টি করতে সাহায্য করেছে। আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটানাের পরে সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূল অতিক্রম করে মরু অঞ্চলের ওপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন এই বায়ুতে জলীয় বাষ্প বিশেষ থাকে না। এছাড়া এই অঞ্চলে এই বায়ুপ্রবাহকে বাধা দেওয়ার জন্য কোন উঁচু পর্বত না থাকায় এবং এই অঞ্চলের একমাত্র পর্বত আরাবল্লী উত্তর-দক্ষিণে প্রসারিত হওয়ায় এই অঞ্চলে বৃষ্টি হয় খুবই কম (বছরে ২৫ সেন্টিমিটারেরও কম)। কোন কোন বছর থর মরুভূমিতে বৃষ্টিপাত একেবারেই হয় না। এত কম বৃষ্টিপাতের ফলে থর মরুভূমি সৃষ্টি হয়েছে।
0 Comments