Advertisements
উত্তর : উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ-বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময়ে পৃথিবীর অভ্যন্তরে যে শিলা জমে ওঠে তাকে আগ্নেয় শিলা বলে।
এ উত্তপ্ত পদার্থ থেকে সৃষ্টি হওয়ায় আগ্নেয়"নামকরণ করা হয়েছে। আগ্নেয় শিলা অন্য কোন শিলা থেকে গঠিত হয়নি তাই একে প্রাথমিক শিলাও বলে। আগ্নেয়শিলার মধ্যে কোন স্তর থাকে না, তাই একে অন্তরীভূত শিলাও বলে। ভূ-ত্বকের প্রায় ৮০ শতাংশ অঞ্চল আগ্নেয়শিলায় গঠিত।

0 Comments