Advertisements
শিলা কাহাকে বলে? উহা কয় প্রকার ও কি কি?
উত্তর : সংজ্ঞা: ভূ-ত্বক যে উপাদানে গঠিত তাদের সাধারণভাবে শিলা বলে। শিলা বলতে শুধু কঠিন পাথরকে বােঝায় না-ব্যাপক অর্থে শিলা বলতে কাকর, বালি, কাদা প্রভৃতিকেও বােঝায়। শিলার মধ্যে লবণ, লােহা, সােনা ইত্যাদি বহু খনিজ থাকে। শিলা মূলত বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। একটিমাত্র খনিজ পদার্থ দিয়েও কোন কোন শিলা গঠিত হতে পারে। যেমন খনিজ লবণ। খনিজ পদার্থ ছাড়াও শিলার মধ্যে জৈব উপাদন থাকতে পারে।
শিলা প্রধানত তিন প্রকার, যথা—আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।

0 Comments