Advertisements
পাললিক শিলা কাকে বলে?
উত্তর : বিভিন্ন শিলা বিচূর্ণীভবনের ফলে প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত ও চূর্ণ-বিচূর্ণ হয়ে বালি, কাকর ও নুড়িতে পরিণত হচ্ছে। অন্যদিকে বায়ুপ্রবাহ, নদীস্রোত, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি এদের পরিবহন করে সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে পলি হিসেবে সঞ্চিত করছে। কালক্রমে জলরাশি ও পলিস্তরের পারস্পরিক চাপে এই সঞ্চিত পলি জমাট বেঁধে শিলার সৃষ্টি করে। পলি দ্বারাগঠিত বলে এই শিলাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে গঠিত বলে একে স্তরীভূত শিলাও বলে।

0 Comments