Ad Code

দার্জিলিং, শিলং প্রভৃতি স্থানের জলবায়ু শীতল কেন?




Advertisements

 দার্জিলিং, শিলং প্রভৃতি স্থানের জলবায়ু শীতল কেন?


উত্তর : কোন স্থানের উষ্ণতা উচ্চতার উপর বিশেষভাবে নির্ভরশীল। বায়ুমণ্ডল সরাসরি সূর্যকিরণে উত্তপ্ত হয় না। ভূ-পৃষ্ঠ সূর্যরশ্মি গ্রহণ করে উত্তপ্ত হয় এবং উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে পরিবহণ, বিকিরণ ও পরিচলন প্রভৃতি পদ্ধতির মাধ্যমে তাপ বায়ুমণ্ডলে সঞ্চালিত হলেই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। স্বভাবতই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে উত্তাপও হ্রাস পায়। তাছাড়া উপরের স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প কম থাকায় বায়ু সৌরতাপকে কম শােষণ করে। ফলে উপরের স্তরের বায়ুতে উষ্ণতা কম হয়। দার্জিলিং, শিলং প্রভৃতি স্থান হিমালয় পর্বতের উচ্চ স্থানে অবস্থিত বলে ঐ সকল স্থানের জলবায়ু শীতুল।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments