Advertisements
সাধারণ অবস্থায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে ঐ বায়ু সম্পৃক্ত হয় না। কোন কারণে ঐ বায়ু ধীরে ধীরে শীতল হলে তার জল ধারণ ক্ষমতা কমে যায়। কিছু সময় পরে ঐ বায়ু বেশি ঠাণ্ডা হলে তার জল ধারণ ক্ষমতা আরও কমে গিয়ে এমন একটি অবস্থায় আসে যে, তা সম্পৃক্ত হয়ে যায়। এই সময় বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্প ত্যাগ করে। তখন ঐ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। বায়ুতে যে উষ্ণতায় শিশির গঠিত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক উষ্ণতা বলে।

0 Comments