Advertisements
বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার বিশেষ গুরুত্ব আছে। কারণ (১) তুষারপাত, বৃষ্টিপাত, শিশির প্রভৃতির সম্ভাবনা আপেক্ষিক আর্দ্রতা থেকে বােঝা যায়। বৃষ্টিপাতের পরিমাণ এবং এর তুকালীন স্থায়িত্বের ওপর যেকোন অঞ্চলের জলবায়ু, কৃষিকাজ প্রভৃতি নির্ভর করে। (২) ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণের হারও আপেক্ষিক আর্দ্রতা থেকে জানা সম্ভব।

0 Comments